September 11, 2024, 7:41 pm

আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের হাত দুর্বল করে দিবেন- ড.শফিকুর রহমান

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ : এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমান বলেন, এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।

১৪ আগস্ট বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী দোয়েল চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা তরুণী সুমাইয়ার মায়ের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন। ড. শফিকুর রহমান বলেন, দেশের কোথাও আর যেন তা না করতে পারে সেজন্য আপনার অলিগলিতে, এলাকায়-এলাকায় তাদের হাত দুর্বল করে দিবেন।

জামায়াত আমির আরও বলেন, আমরা এখানে এসেছিলাম শহিদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনাই। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে তখন তার মা ডাকার মতো কেউ রইলো না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন।

সুমাইয়ার মেয়ে সুয়াইবার দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা