মতলব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতরদী গ্রামের সাভেক ইউপি সদস্য গোলাম হোসনে জহিরের ২০০ শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে গত রবিবার রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী বলেন এ ধরনের ঘটনা গত ১৫ বছরেও ঘটেনি। তবে এই ঘটনাটি দুঃখজনক নেককারজনক। প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে সেই আমসহ গাছগুলো কেটে ফেলেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত গোলাম হোসনে জহির বলেন,‘পাঁচ বছর আগে ক্রয় সূত্রে ৯৭ শতাংশ জমিতে পুকুর খনন করে তার চারপাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ জাতের চারা রোপণ করি। এ মৌসুমে আমগাছগুলোতে প্রচুর আম এসেছিল। কিন্তু মঙ্গলবার সকালে দেখি আমার সব শেষ।’
কেবা কাহারা রাতের আঁধারে শত্রুতার জেরে গাছগুলো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি।
এতে প্রায় ২ লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে দাবি করে কান্নায় ভেঙে পড়েন গোলাম হোসনে জহির ।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি তদন্ত সানোয়ার বলেন আমরা কোন লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।