সমৃদ্ধ সাতক্ষীরা বাস্তবায়ন পরিষদ শিরোনাম রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে ২০২৪ সাল এক বছর মেয়াদী কর্মসূচি ও জনমত গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জাসদ, ন্যাপ,বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ, ভুমিহীন সমিতি, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি,স্বাস্থ্য উন্নয়ন কমিটির প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে সমৃদ্ধ সাতক্ষীরা বাস্তবায়ন পরিষদ গঠিত হয়। জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব আব্দুল মজিদকে উপদেষ্টা হিসাবে সমর্থন জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরাকে সমৃদ্ধ শালী সাতক্ষীরা হিসাবে গড়ে তোলার লক্ষে নানাবিধ কর্মসূচি, জনমত গড়েতোলার জন্য মতামত প্রদানকরেন। বাংলাদেশ জাসদেরসাতক্ষীরাজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসআলী বলেন রাজনৈতিক শক্তির সাথে সামাজিক শক্তি,সাংস্কৃতিকশক্তি ঐক্য বদ্ধ ভাবে মতামতগ্রহন ও আন্দোলন সংগ্রামের পথে অগ্রসর হলে রাজনীতি ও সমাজশক্তির গুনগত পরিবর্তন হবে। ন্যাপেরজেলাসভাপতিজনাবহায়দার আলীশাম্ত বলেন জেলার জনপ্রতিনিধিগন যাতে সংবিধানমেেনে জেলা সমতার বাজেট বরাদ্ধের দাবীতে সংসদে কথা বলেন সে ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কএডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব বলেন,দীর্ঘদিন আন্দোলন করে, সরকার সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন সাতক্ষীরা জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সচল রাখতে হবে।তিনি কৃষকের কৃষি সনদ ও।স্বল্প সুদে কৃষি ঋণ দেওয়ার দাবী তুলে ধরেন।জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন,জেলা ভুমিহীনদের সহ সকল নিম্নআয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থার দাবী তুলতে হবে।নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির।সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন জেলার সকল নদী খাল দখল মুক্ত করতে হবে। জেলাস্বাস্থ্য কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ বিশ্বাস বলেন,জেলার সকল হাসপাতালে চিকিৎসা সেবার মানবৃদ্ধিতে আমাদের পর্যবেক্ষকের ভুমিকা পালনকরতে হবে।সমৃদ্ধ সাতক্ষীরা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা প্রবীণ আইনজীবী জনাব আব্দুল মজিদ বলেন সাতক্ষীরা জেলায় বিভিন্ন উপজেলার শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগনের সাথে আমরা যদি বিভিন্ন ইস্যুতে কথাবলে সমৃদ্ধ সাতক্ষীরা গড়ে তোলার জন্য ঐক্য মতে পৌঁছাতে পারি তাহলে আমাদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক চিন্তাচেতনার পরিবর্তন হবে,আমরা যোগাযোগে,উন্নয়নে,কর্মসংস্থানে আশাব্যঞ্জক সমৃদ্ধি লাভ করতে পারব। আগামী দিনেনতুনধারার রাজনীতি, সামাজিক আন্দোলন, তরুণদের নিয়ে দক্ষমানব সম্পদ সৃষ্টি করতে আৃমরা সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহন করব। ২২ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়এই মতবিনিময় সভা । সভায় সভাপতিত্বকরেন এডভোকেট আবদুল মজিদ।