নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ ইব্রাহিম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সারে ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনুকন্ডা শান্তিবাগ এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ধৃত ইব্রাহিম চাঁদপুর জেলার মতলব থানাধীন মালারকান্দী পাঠান বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে ধনুকন্ডা শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম নামের এক ব্যক্তিকে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।