September 20, 2024, 10:59 pm

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর গুদামে আগুন, হতাহতের খবর পাওয়া যায়নি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামের পাশে ৬ বছর পর আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১ টায় খানপুর এলাকায় গুদাম ঘরের পাশে স্টক ইয়ার্ডে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। বর্তমান ডাম্পিং এর কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা ও বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ‘র গুদাম ঘরের পাশে স্টক ইয়ার্ডে ২০১৮ সালের অগ্নিকান্ডের ওয়েস্টেজ মাল রাখা ছিল। সেখান থেকেই হঠাৎ আগুন লেগে যায় বলে জানায়।

ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, রাবারের ড্রেজিং পাইপ থেকে আগুন লেগেছে। দুপুর ১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে আমরা সংবাদ পাই। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা