October 4, 2024, 2:59 pm

বন্দরে খাল দখলের মহোৎসব

নিজস্ব সংবাদদাতা :নারায়ণগঞ্জ বন্দরের তিনগাও এলাকায় লুইয়ার খালে মাটি ভড়াট করে স্থানীয় কিছু চক্র দোকান নিমার্ন করার পায়তারা করছে। গণমাধ্যমকমীর্রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নিবার্হী কর্মকতার্কে জানালে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে কাজ বন্ধ সহ ২ দিনের মধ্যে ভড়াটকৃত মাটি সারানোর নির্দেশ প্রদান করা হয়। তবে দখল হওয়া খালগুলো দ্রুত উদ্ধার সহ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার দাবী স্থানীয়দের।
খাল উদ্ধারে গনমাধ্যমকমীর্সহ জনপ্রতিনিধিদের সহযোগীতা চাইলেন উপজেলা নিবার্হী কর্মকতার্ ও স্থানীয় ভূমিকতার্।
এ বিষয়ে বন্দর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকতার্ মনিষা রানী কর্মকার বলেন, সরকারি খাল দখলকারীরা যেই হোকনা কেনো তাদের বিরুদ্ধে ব্যাবস্থা সহ খাল উদ্ধারে ততপর রয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার বেশ কয়েকটি চক্র সরকারি খাল দখল করে বাড়ি—ঘর ও মার্কেট নিমার্ন করেছে। এমনকি কিছুদিন যাবত বন্দর উপজেলার তিনগাও এলাকায় নবীগঞ্জ টু কাইকারটেক সড়কের পাশে মাটি ভড়াট করে খাল দখলের চেষ্টা করছে। তবে সাংবাদিকরা খবর পেয়ে এসে প্রশাসনের মাধ্যমে ভড়াট কাজ বন্ধ করে দেয়। তাদের দাবী, অতী দ্রুত দখল হওয়া খালগুলো দখলমুক্ত সহ খালগুলো খনন করার অনুরোধ করেন তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা