আগামী ৭ জানুয়ারি -২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের পক্ষে ব্যাপক শোডাউন, শোভাযাত্রা ও নির্বাচনী মিছিলের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী প্রচারণা করেন জাতীয় শ্রমিক লীগের সাবেক নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন মোল্লা ।
১৯ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে এই মিছিলে তার অনুসারী নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মিছিলটি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় কাদির মোল্লা রোড থেকে লন্ডন মার্কেট হয়ে সানারপাড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন আলহাজ্ব মহিউদ্দিন মোল্লা। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী নারায়ণগঞ্জে উন্নয়নের রূপকার জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমানকে বিজয়ী করব। ইনশাল্লাহ।
অপরদিকে বিএনপি জামাত ও তাদের সঙ্গীরা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, সারাদেশে অগ্নিসংযোগ ও তান্ডব চালাচ্ছে। এই এলাকায় তাদের যে কোন অপতৎপরতা রুখে দেব, তাদেরকে প্রতিহত করব। কোন ছাড় দেয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, মোহাম্মদ মিজানুর রহমান, হাজী আলাউদ্দিন, জামাল হোসেন মোল্লা ও জিল্লুর রহমান প্রমুখ।