বিএনপিসহ ডাকা তৃতীয় অবরোধ শুরু হয়েছে রবিবার সকাল থেকে। তৃতীয় দফার অবরোধের প্রথম দিন রবিবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটায় সিদ্ধিরগঞ্জে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে সড়কের পাশে দাড় করিয়ে রাখা মিনিবাসটিতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মাসুদ পারভেজের মালিকানাধীন সোনারগাঁও থেকে সাইনবোর্ড সড়কে চলাচলকৃত নাফ পরিবহনের মিনিবাসটি রবিবার সন্ধ্যা ছয়টায় ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে মূল সড়কের পাশেই দাড় করিয়ে রাখা হয়।
তাড়া জানান সন্ধ্যা পৌনে সাতটায় খবর পাই গাড়িতে আগুন লেগেছে। কে বা কারা এবং কিভাবে আগুন লেগেছে তা এখনও জানতে পারিনি। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে আদমজী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিলন মিয়া জানান, সন্ধ্যা পৌনে সাতটায় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং আগুন নেভাতে সক্ষম হই। এঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। ক্ষতির পরিমান পরে জানাতে পারবো।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। তিনি জানান, রবিবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটায় ২ নং ঢাকেশ্বরী এলাকায় রাস্তার পাশে দাড় করিয়ে রাখা একটি মিনিবাসে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
তথ্যসূত্র আমাদের সময়