দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে রূপগঞ্জের দাউদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২ টি ককটেল, ১০ টি প্রট্রোল বোমা, একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আরিফ ও আলিফ।
অপর আরও একটি অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বিদেশী পিস্তলসহ দুজন কে গ্রেফতার করা হয়। গতকাল রাতে খালিদ হাসান রবিন ও মোঃ ডালিমকে গ্রেফতার করে জেলা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।