October 4, 2024, 3:19 pm

মতলবে দৈনিক কালবেলা’র নবযাত্রার এক বছর পূর্তি অনুষ্ঠান

মান্নান খান :মতলব দক্ষিণ উপজেলায় দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় কচিকাঁচা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দৈনিক প্রথম আলো’র মতলব দক্ষিণ প্রতিনিধি কবি মুহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) রিপন বালা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
এছাড়াও মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, ইত্তেফাক সংবাদদাতা মোঃ আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, চাঁদপুর প্রবাহ প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা, চাঁদপুর খবর প্রতিনিধি সমির ভট্টাচার্য বলু প্রমুখ।

এ সময় সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল মান্নান খান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবু সায়েম মাস্টার, সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হোসেন হাবিব, রূপসী কুমিল্লার মতলব প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, সাপ্তাহিক মতলবের জনপদ প্রতিনিধি শ্যামল ভট্টাচার্য, সাপ্তাহিক আজকের মতলব প্রতিনিধি রতন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন চন্দ্র ঘোষ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির সদস্য মোহাম্মদ রকিবুল ইসলাম ও গীতা পাঠ করেন সাংবাদিক রতন চক্রবর্তী। পরে অতিথিগণ পত্রিকার জন্মদিনের কেক কাটেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা