শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে গত শনিবার (২১ অক্টোবর) বিকালে পুলিশ লাইন্স ড্রিল সেটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী সভাপতিত্ব করেন এবং উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
ওই সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্য সানজিদা আহমদ এমি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর অন্যান্য নেতৃবৃন্দসহ আগত সকল সনাতন ধর্মাবলম্বীর অতিথিবৃন্দ।