September 8, 2024, 12:24 pm

মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মমিনুল ইসলাম:মতলব উত্তরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
রোববার (৮ অক্টোবর ) দুপুরে উপজেলার দশানী এলাকার মেঘনা নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দিলে নদীর তীর থেকে লাশটি পুলিশ উদ্ধার করেছে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট, সাদা ও সেন্টু গেঞ্জি । তার নাম পরিচয় এখানো জানা যায়নি।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দশানী এলাকায় মেঘনা নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
তিনি আরও বলেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা