October 7, 2024, 9:10 pm

কেশবপুরে উপজেলা পর্যায়ে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে ইউএসএআইডি এর অর্থায়নে ও এ্যাবট এসোসিয়েটস এর সার্বিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি উপজেলা পর্যায়ে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা।

কর্মশালায় গ্রামীণ পরিবারসমূহে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবর্তী মা, দুগ্ধদানকারী মা এবং কিশোর কিশোরীদের পুষ্টির অবস্থার উন্নয়ন এবং নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিস্কার পরিচ্ছন্নতার উন্নয়নের বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইডিই বাংলাদেশ এর ফিল্ড টিম লিডার-বিএনএ মোঃ মাসুম হোসেন, যশোরের ওএমডি এনায়েত কবির, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা