October 4, 2024, 3:50 pm

শিমরাইল হাইওয়ে পুলিশবক্স ঘেঁষে  অবৈধ দোকান তুলে অর্ধ কোটি টাকার চাঁদাবাজি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড শিমরাইল মোড় হাইওয়ে পুলিশবক্স ঘেঁষে প্রকাশ্যে প্রায় ৪০টি দোকান গড়ে তুলেছে চাঁদাবাজ চক্র। প্রকাশ্যে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শিমরাইল হাইওয়ে পুলিশবক্স এর পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে বাঁশ ও টিন দিয়ে ৪০ টি দোকান উঠানো হয়েছে। এসব অবৈধ দোকান উঠিয়েছেন শিমরাইল কাভাডভ্যান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানাযায় এসব দোকান থেকে এককালীন প্রায় ৫০লক্ষ টাকা নেওয়া হয়েছে। সে সাথে প্রত্যেক দোকান থেকে  প্রতিদিন  ৫০০টাকা করে ভাড়া আদায় করছে তারা। দোকান প্রতি ৫০০টাকা করে ৪০দোকান থেকে মাসে ৬লক্ষ টাকা আদায় করছে চাঁদাবাজ চক্র। সড়ক ও জনপথ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে  সবধরনের বিধিনিষেধ অমান্য করে এসব দোকান গড়ে তুলেছে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের দেলোয়ার হোসেন । 

পথচারীরা বলেন, মহাসড়কে দোকান তোলায় সৃষ্টি হচ্ছে  যানজট। যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এসব অবৈধ দোকান উচ্ছেদ করতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে এসব চাঁদাবাজকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

উক্ত বিষয়ে একাধিক বার দেলোয়ার হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, দোকান তোলার বিষয়টি আমার জানা নেই। তাছাড়া  মহাসড়কের প্রত্যেকটি জায়গার মালিক সড়ক ও জনপথ বিভাগ। তারা উচ্ছেদ করতে চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করবো।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি কেউ অবৈধভাবে মহাসড়কে কোন স্হাপনা তুলে সেগুলো উচ্ছেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে আমাদের কোন অফিসার যদি এসব কাজে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা