শামীম আখতার মুকুল এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত: যশোরের কেশবপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্প ২০২২-২০২৩ অর্থবছরের প্রশিক্ষণার্থীদের কর্মসূচির শুভ উদ্বোধন ও ভাতা প্রদান করা হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জাতীয় মহিলা সংস্থা কেশবপুর উপজেলার আয়োজনে পৌরসভার মান্নান টাওয়ারে ওই প্রশিক্ষণার্থীদের কর্মসূচির শুভ উদ্বোধন এবং ২’শত ৫০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা যশোর জেলার চেয়ারম্যান ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎসা আরা মিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং নারী প্রশিক্ষণার্থীদের ভাতা চেক তুলে দেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারহীন রহমান রুম্পা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মাধ্যমে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তর ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্ম-নির্ভরশীলতা অর্জনে উদ্ধব্ধু ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষে এবং অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এদেশের নারীবান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভূমিকায় কাজ করে যাচ্ছেন। দেশের সুবিধাবঞ্চিত নারীদের আর্থ ও সামাজিক ক্ষমতায়নের জন্য নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প চালু করেন সরকার। তারই ধারাবাহিকতায় কেশবপুর উপজেলায় ৫টি ট্রেডে বিজনেজ ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন ম্যানেজমেন্ট বিষয়ে ২’শত ৫০ জন সুবিধাবঞ্চিত নারী প্রশিক্ষণার্থীরা হাতে কলমে প্রশিক্ষণ শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মর্কমসংস্থানের সৃষ্টি করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য রেজাউল ইসলাম, মশিয়ার রহমান সাগর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দফতর সম্পাদক মনোজ কুমার তরফদার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী মিনু রানী হালদার, সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবা ভৌমিক, সাবেক মহিলা কাউন্সিলর মনিরা খাতুন, প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রশিক্ষক মোঃ হাসানুজ্জামান, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স এর প্রশিক্ষক আমেনা খাতুন, বিউটিফিকেশন এর প্রশিক্ষক খাদিজা খাতুন, ফ্যাশান ডিজাইনের প্রশিক্ষক রহিমা খাতুন, ক্যাটারিং এর প্রশিক্ষক লিমা খাতুনসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থীবৃন্দ।