September 11, 2024, 6:45 pm

মহাসড়কে চাঁদাবাজিকালে হাইওয়ে পুলিশের হাতে ৯ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজিকালে ৯ চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২), মো. সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে বলে তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ ৯ জনকে আটক করে। ওই সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিমরাইল হাইওয়ে পুলিশের টিআই প্রশাসন শরফুদ্দীন বলেন, চাঁদাবাজির সময় ৯ চাঁদাবাজকে আটক করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে । তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে । তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা