October 1, 2023, 11:29 am

বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুর সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজিপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।

২৮ শে মে দুপুর ১২ টায় গাজীপুর সিটি করপোরেশন এর নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর হোসেন দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও স্থানীয় নেতাকর্মীদের দের সঙ্গে করে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

এসময় সেখানে গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

এরপর শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা