শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)’র সূচক ভিত্তিক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) বিকেলে যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের বেজপাড়ার গুলগুল্লার মোড়ে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নারীর উপস্থিতিতে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত উঠান বৈঠকে যশোর জেলার সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন, যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি।
উঠান বৈঠকে বক্তারা বাল্যবিবাহ রোধ, গুজব প্রতিরোধ, মাদকের অপব্যবহার রোধ, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান প্রসঙ্গে, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান, সামাজিক মূল্যবোধ, নৈতিক অবক্ষয় রোধ, অনাবাদি জমি আবাদি করতে উদ্বুদ্ধকরণ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সচেতনতামূলক বার্তা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
এসময় উঠান বৈঠকে বিভিন্ন বয়সের শতাধিক নারী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের জন্য উপস্থিত নারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।