January 24, 2025, 7:50 am

যশোরে ডিবি পুলিশের হাতে প্রতারক চক্রের ৩ ইরানি নাগরিকসহ ৫ সদস্য গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারক চক্রের সদস্য ৩ ইরানি নাগরিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গত রবিবার (৭ মে) ঢাকার ভাটারা থানা এলাকা এবং যশোরের সিটি প্লাজা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, ইরানের খরাজ গহরদস্ত, বল. ইনগাভ, কে. ইনফানেয়ারী, ব্লক-০৬ এলাকার নাদের মাহবুবী এর ছেলে খালেদ মাহবুবী (৫৪), খালেদ মাহবুবীর ছেলে সালার মাহবুবী (১৬) ও তেহরান, বোলভার, আজাদী, রোড নং-০৬, হাউজ নং-৩৫ এর লতিফ মাসুফির ছেলে ফারিবোরয্ মাসুফি (৫৭) এবং বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘ্যানাসুর গ্রামের মৃত সারোয়ার শেখ এর ছেলে খোরশেদ আলম (৫৩) ও বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫)।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ এপ্রিল অভয়নগর থানার বর্ণী হরিশপুর বাজারে জনৈক জালাল মোল্লার মার্কেটে শরিফুল ইসলামের “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকানে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, সিউরক্যাশ, উপায়) সহ মোবাইল রিচার্জের দোকানের সামনে একটি প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামেন এবং ২জন লোক দোকানে প্রবেশ করেন। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। টুপি পরিহিত লোকটি ৫০ উর্ধ্ব বয়সি এবং দোকানে আসা লোকগুলো আরবী ভাষায় কথা বলে। নারিকেল তৈল ক্রয়ের কথা বলে দোকানে প্রবেশ করে শরিফুল ইসলামের বাবার সাথে হ্যান্ড-শেক করে এবং মানিব্যাগ থেকে টাকা বের করে তার বাবার মুখের কাছে নেয় ওইসময় তিনি জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং লোকগুলোর কথা মত কাজ করতে থাকে। দোকানে থাকা নগদ প্রায় ৬০’হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির এলআইসি টিম। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারের রেজিষ্ট্রেশন নম্বরের সূত্র ধরে আসামীদের নাম ঠিকানা শনাক্ত করেন। এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন এর দুরদর্শিতায় প্রতারক চক্রকে সনাক্ত করে ডিবির এসআই নূর ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিমান তরফদার ৭ মে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫) কে গ্রেফতার করেন। তাদের তথ্য মতে যশোরের সিটি প্লাজা থেকে একইদিনে ইরানী নাগরিক (৩) খালেদ মাহবুবী (৫৪), (৪) ফারিবোরয্ মাসুফি (৫৭), (৫) সালার মাহবুবী (১৬) কে গ্রেফতার করেন। ওইসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ইন্ডিয়ান কারেন্সি, ১৮,৮০,০০০ ইরানি কারেন্সি, ১০০০ ইরাকের কারেন্সি, ১৮৫ নেপালী কারেন্সি, ১০০০ ভিয়েতনামের কারেন্সি, নগদ ৫৪ হাজার ৭শত টাকা, ৩টি পাসপোর্ট, ৭টি মোবাইল সেট, ২টি আইডিকার্ড, অজ্ঞান করার ২ টি পারফিউম এবং সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত ১টি শার্ট জব্দ করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পিসি/পিআর যাচাইয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর, খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে তারা প্রতারণা করে থাকে।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা