মোঃ মুক্তার হোসেন বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল স্বর্ণের বারগুলো জব্দ করেন।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনক ভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতে দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে ১কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।