নারায়ণগঞ্জের বন্দরে গরু রাখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার ২৮ এপ্রিল বিকালে বন্দর থানার মুসাপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মোঃ শরীফ (৩৩) কে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে উল্লেখ করা হয়, চর ইসলামপুর গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ শরীফ এর সঙ্গে একই এলাকার রমু মিয়ার ছেলে আক্তারের সঙ্গে গরু রাখা বাবদ ১৫ হাজার টাকা চুক্তি হয়। শুক্রবার বিকেল ৩ টায় আক্তার গরু রাখা বাবদ আগাম চুক্তির টাকা দাবী করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা থেকে হাতাহাতি হলে স্থানীয়রা তা নিস্পত্তি করে দেয়। পরবর্তীতে আক্তার তার ছেলে সাদ্দাম, রাকিব, ভাই জাকির হোসেন এবং ভাতিজা ফয়সাল, সেলিম ও সফিকুল ইসলামের ছেলে রাহাত গং ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে শরীফের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় শরীফকে উদ্ধারে তার ভাই ফারুক (৩৫), ভাবী মিনারা (৩৩), বাবা
নুরু মিয়া (৬৫) ও মা মনোয়ারা বেগম (৬৩) এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে
পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে ফারুক ও তার স্ত্রী মিনারা বেগমের আশংকা কাটেনি।