শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেল এর আয়োজনে কেশবপুর পৌর শহরের টাইগার পয়েন্টে ওই রোড শো অনুষ্ঠিত হয়। তারই পাশাপাশি যশোর টু চুকনগর মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের এবং পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর জেলার সহকারী পরিচালক (ইঞ্জি:) এস এম মাহফুজুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, যশোর জেলা শ্রমিক ইউনিয়ন-২২৭ এর সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা রমেশ দত্ত, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: সাহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, কেশবপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাগণ, খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।