শুভ সকাল সংগঠনেরবউদ্যোগে ৮ ই রমজান শুক্রবার বাদ মাগরিব শুভ সকাল সংগঠনে পক্ষ থেকে ইফতার পাটি, কোরান খতম দোয়া মাহফিল ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শুভ সকাল সংগঠনের সভাপতি মোঃ আবদুল কুদ্দুস তিনি তার বক্তব্য বলেন দেশের বাজারে দ্রব্য মূল্যের যে তার অবস্থা চিন্তা করে সবাই কে শুভ সকাল সংগঠনের সদস্য, এবং অর্থ বিত্তবাদের উদ্দেশ্য করে বলেন আসুন আমরা সমাজের কিছু অসহায় মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেই, যাতে ঈদ সামগ্রী পেয়ে কিছু পরিবার ঈদ করতে পারে।
এই শুভ সকাল সংগঠনের ঈদ প্রায় ৫০০ পরিবার থেকে ৬০০পরিবার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শুভ সকাল সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ খবির হোসেন, আরও উপস্থিত ছিলেন সদস্য মোঃ সারোয়ার, মোঃ মানিক, মোঃ এরিক, মোঃ মান্নান, আবুল হোসেন, মোঃ বাবু মোঃ কামাল হোসেন, মোঃ সাইদ সহ মাদ্রাসার হেফজো শিক্ষারথী বিভাগ।