নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়র মাইক্রোস্টান্ড থেকে শুরু করে আহসানুল্লাহ সুপার মার্কেট পর্যন্ত কয়েকশত বৈদ্যুতিক লাইন দিয়ে ২৫ থেকে ৩০ বছর যাবত হাতে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।গাট্টা বিক্রেতা থেকে বনে গেছেন কোটি টাকার মালিক। টাকার গরমে করেছেন একাধিক বিয়ে।
রাজ -উকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ,বাড়িতে একটি চুলার অনুমতি থাকলেও অবৈধ ভাবে চালাচ্ছে একাধিক চুলা, করেন সুদের ব্যবসা এসব ব্যপারে তথ্য জানতে বিদুৎ চোর বারেকের কাছে গেলে বারেক উল্টো এই প্রতিবেদকে সংবাদ প্রকাশ করলে মামলা করার হুমকি দেন।
সরকারি জায়গায় বিদ্যুৎতের বিটার দেয়ার কোন বিধান না থাকলেও বছরের পর বছর অসাধু কর্মকর্তা কর্মচারিদের সাথে আতাত করে নাম মাত্র বিল দিয়ে চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ চোর বারেকের ব্যবসা।জানাযায় সড়ক ও জনপদের রাস্তার দোকানে বিদ্যুৎ তের সংযোগ দেয়া নিয়ে দুগ্রুপের মধ্যে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষ তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।
সাংবাদিককে মামলা দেয়ার হুমকির বিষয়ে ওসি সিদ্ধিরগঞ্জকে জানালে তিনি বলেন অভিযোগ দেন ব্যবস্থা নিবো
বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে।