October 4, 2024, 3:30 pm

পলাশবাড়ীতে স্ত্রী কর্তৃক পাগলা স্বামীকে হত্যার চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালুগাড়ী গ্রামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী ইলেকট্রিশিয়ান নুরুল ইসলাম ওরফে বোবা পাগলাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আটককৃত স্ত্রীসহ অজ্ঞাত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পলাশবাড়ি পৌরশহরের চারমাথা মোড়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী বাক-শ্রবণ প্রতিবন্ধীসহ এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার জেলা সাধারণ সম্পাদক আব্দুর রফিক মিয়া, বাক-শ্রবণ প্রতিবন্ধী বাদল মিয়া, মিঠু মিয়া, মোশারফ হোসেন, মাহফুজা আক্তার মনি, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, পৌর কাউন্সিল’র আসাদুজ্জামান শেখ ফরিদ, মতিয়ার রহমান, পল্লী অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, ইউসুফ মন্ডল টিপু প্রমুখ।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আটককৃত স্ত্রীসহ অজ্ঞাত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে প্রতিবন্ধী ইলেকট্রিশিয়ান নুরুল ইসলাম ওরফে বোবা াগলাকে (৪৫) স্ত্রী সাজেদা বেগম (৪০) কর্তৃক শাবল দ্বারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়। নুরুল ইসলাম বর্তমানে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মুমুর্ষ নুরুলের বড় ভাই সাবু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা