March 28, 2024, 10:46 pm

কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে ১৭ মার্চ (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায় এঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুজ্জামান, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মছিহুর রহমান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।

আলোচনা সভা ও মোনাজাত শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: সাহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা