গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াসিউল হাবীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দারিয়াপুর হাজী ওসমান গণি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, খোর্দমালিবাড়ি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম, অভিভাবক তৌহিদুল হাসান স্বপন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করছেন। তিনি সুস্থ মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য শিক্ষার্থী দের আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রথম দিন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।