January 22, 2025, 2:19 pm

গাইবান্ধায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

গাইবান্ধা প্রতিনিধি ঃবাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকাল মঙ্গলবারের খেলায় গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল ৬ উইকেটে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করেতে নেমে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল ৩২.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০২ রান করেন। জবাবে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল ২৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছায়। আজ বুধবারের খেলায় অংশ নেবে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় গাইবান্ধা ও পুলিশ লাইন্স স্কুল দল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা