বিশেষ প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডস্থ নতুন জিমখানা আলাউদ্দিন খান ষ্টেডিয়ামে নতুন জিমখানা তরুণ সংঘ’র উদ্যোগে জিমখানা প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্ট ‘জিপিএল’ সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১০ মার্চ বিকালে লিটল জায়েন বনাম ইয়াং স্টার ক্লাবের মাঝে মনোরম ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ইয়াং স্টার ক্লাব ২-১ গোলের ব্যবধানে লিটল জায়েন ক্লাবকে হারিয়ে জয় লাভ করে।
খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সোহেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো.সনেট আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ পাপ্পু, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মো. শহীদ হাসান, বিশিষ্ট সমাজসেবক মো. আলী।
জিমখানা তরুণ সংঘের সদস্য মোঃ রিপু’র সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো. রকি, মো. রাসেল, মো, জুম্মান, মো. সানি, অমিত, আল আমিন, নাসির, নোভিন, কবির, সালমান, রায়হান, মাশরাফি।
জেপিএল ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল অনুষ্ঠান আয়োজনে ছিলেন, মো. সোহেল, ফয়সাল আহাম্মেদ হৃদয় প্রধান, মো. আরাফাত, মো. ইয়াছিন, শান্ত, রতন ও দুলাল চন্দ্র।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ২০ হাজার টাকার চেক ও ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।