September 19, 2024, 8:07 am

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা হতে মাদক মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার॥

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকা হতে মাদক মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মমতাজ (৫৭), পিতা- আলম চাঁন’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মমতাজ (৫৭) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকার বাসিন্দা। গত ১৮/০৮/২০০৬ ইং তারিখে গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ০২ (দুই) বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

…….

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা