October 4, 2024, 3:55 pm

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার বিকল্প নেই-সংসদ সদস্য শাহীন চাকলাদার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোন বিকল্প নেই। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে উন্নয়নের ছোয়া দিয়েছেন দেশরত্ম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আমরা অসাধ্যকে সাধ্য করেছি পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু, মেট্রোরেল, কর্নফুলি টানেল এর মত বিখ্যাত প্রজেক্টগুলো বাংলাদেশের নিজ অর্থায়নে কাঠামোগত রুপ দিয়েছেন একমাত্র দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ জননেত্রী হাসিনা। আপনি আমি যে দলের হই না কেন, বিবেকের কাছে প্রশ্ন করুন এই উন্নয়নে আপনি আমি সকলেই খুশি এবং আমরা সম্মিলিতভাবে বলতে চাই আমরা বাঙ্গালী এই অকল্পনীয় উন্নয়নের কারণেই ঋণ হয়ে গেছি। এই ঋণ শোধ করবার একটি মাত্র সুযোগ আছে যা আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনার আমার ভোট নৌকা মার্কায় দিলেই সার্থক হবে। শত কষ্টে গড়ে তোলা উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ কারি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ফেব্রুয়ারী) বিকালে কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের পাত্র পাড়া গ্রামের আব্দুল জলিলের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সারোয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এস রুহুল আমীন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য শেখ মনিরুজ্জামান মনি ও শেখর রঞ্জন দাস, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সরদার মনসুর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিএম মিজানুর রহমান মিল্টন, আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জি এম আলতাফ হোসেন, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রামপ্রসাদ দেবনাথ, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম উজ্জ্বল, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না, সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, রাহেলা বেগম, জোসনা বেগম, রবিউল ইসলাম প্রমূখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা