গাইবান্ধা প্রতিনিধি ঃক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল শনিবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বাছাই ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। বাছাই ও ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাদৃল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ। প্রতিযোগিতায় ৪টি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
ট