প্রেস রিলিজ ঃগোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ ভোরে দাউদকান্দি থানাধীন পশ্চিম মাইজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু তাহের (২৮), পিতা- মোঃ মোস্তাক মিয়া, সাং- সবজিকান্দি, থানাঃ দাউদকান্দি, জেলাঃ কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ২০১৩ সালের আগষ্ট মাসে গ্রেফতারকৃত আসামী আবু তাহের (২৮) দাউদকান্দি থানা এলাকায় একটি প্রকাশ্যে হত্যাকান্ড ঘটায়। উক্ত পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লাসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নং-২২ তারিখ- ২০ আগষ্ট ২০১৩। মামলা দায়ের পর থেকে সে দীর্ঘ ১০ বছর যাবত কৌশলে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করতে থাকে। এর ফলে আবু তাহের (২৮)-এর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারী হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস গোয়েন্দা দল উল্লেখিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আবু তাহের (২৮) বর্ণিত হত্যাকান্ডের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী আবু তাহের (২৮) একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় ০১ টি মাদক মামলা, ০১ টি অস্ত্র মামলা, ০১ টি দ্রুত বিচার আইনে মামলা, নিয়মিত ধারায় ০১ টি মামলা রয়েছে এবং মেঘনা থানায় নিয়মিত ধারায় ০৩ টি মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে দাউদকান্দি থানা, কুমিল্লা এর নিকট হস্তান্তর করা হয়েছে।
———-
মোঃ রিজওয়ান সাঈদ জিকু
এএসপি
সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
র্যাব-১১ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান