September 14, 2024, 10:24 am

চাকুরীর খোঁজে আসা আলোচিত সাইফুল হত্যা কান্ডের প্রধান আসামী গ্রেফতার॥

প্রেস রিলিজ ঃগোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ রাতে ফতুল্লা থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সঞ্জয় দাস @ লিমন (৩৫), পিতা- মৃত তপন দাস, সাং- আমতলা, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, ভিকটিম মোঃ সাইফুল ইসলাম চাকুরী করার উদ্দেশ্যে বাস যোগে শেরপুর হতে মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গত ১৪/০৫/২০২২ ইং তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় বাস হতে নেমে মুক্তারপুর এর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ভিকটিম সাইফুল ইসলামকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো অস্ত্রদ্বারা নৃশংসভাবে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস ক্লুলেস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য এবং জনমনে আতংকের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৪১ তারিখ- ১৪ আগষ্ট ২০২২। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস গোয়েন্দা দল উক্ত ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনের উদ্দেশ্যে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সঞ্জয় দাস @ লিমন (৩৫) বর্ণিত হত্যাকান্ডের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী সঞ্জয় দাস @ লিমন (৩৫) বিরুদ্ধে নরায়ণগঞ্জ সদর থানায় ০১ টি মাদক মামলা, ফতুল্লা মডেল থানায় ০১ টি মাদক মামলা, ০২ টি ডাকাতি এবং ০১ টি দস্যুতা সংঘটনের মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা