September 13, 2024, 3:25 pm

যশোর নারী কল্যাণ সমিতির আয়োজনে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারী বিকেলে পুলিশ লাইন্স ড্রিল সেটে প্রায় ৩০০ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ওই বস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে যশোর জেলার পুনাকের সভানেত্রী বিপ্লবী রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুনাকের সভানেত্রী রওশন জাহান নূপুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যশোর পুনাক সহ খুলনা রেঞ্জের অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা