গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলনে ইমামদের করণীয় ও ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ এক কর্মশালা আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোকাদ্দেস আলী বাদু।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত বুলবুল ইসলাম, অধ্যক্ষ ড. মোখলেছুর রহমান, কাজী হোসাইন আহমেদ প্রমূখ।