September 10, 2024, 1:10 pm

চুনারুঘাটের পারকুল বাজারে বন বিভাগ ও সুফলের চেক হস্থান্তর, ৩ রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউ/পির পারকুল বাজারে বন অধিদপ্তর কর্তৃক টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে চেক হস্তান্তর ও কমিউনিটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে পারকুল বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ৮নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব আইয়ুব আলীর সভাপতিত্বে ও কালেঙ্গা রেঞ্জের বন প্রহরী বশির আহমেদ এবং সুফল প্রকল্পের (সিএনআরএস) এফ.এফ পাবেল কান্তি সরকারের যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন- রাণীগাঁও ইউ/পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, সুফল প্রকল্পের সিএমও মোঃ খাইরুজ্জামান, রশিদপুর বন বিট কর্মকর্তা এ.কে.এম সাইদুল হক, সুফল প্রকল্পের সিএনআরএস এস.এম. আব্দুল্লাহ আল মামুন, রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আইয়ুব আলী, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসাইন লিজন। সভায় বক্তব্য রাখেন- মহিলা মেম্বার হাছনা খাতুন, আওয়ামীলীগ নেতা সিরাজ আলী, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক, যুবলীগ নেতা ও পারকুল গ্রাম সংরক্ষন ফোরামের সভাপতি এখলাছ মহালদার, আব্বাস মহালদার, মুরুব্বী মাহমদ আলী, রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক এনাম আহম্মেদ সহ অনেকেই। সভায় ১৯ জন উপকারভোগীর মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় ও পারকুল বাজারে সেনেটারী টয়লেট নির্মাণ এবং পারকুল বাজার হইতে আইয়ুব আলী মেম্বারের বাড়ি পর্যন্ত সহ ৩টি রাস্তায় মাটি ভরাট ও মেরামত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা। সভায় বক্তারা পরিবেশ ও বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা