October 8, 2024, 6:21 pm

র‌্যাব-১১ কর্তৃক ইয়াবা ও মাদক পরিবহনের প্রাইভেটকার এবং নগদ টাকাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার॥

প্রেস রিলিজ :গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২৯ জানুয়ারী ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন গঙ্গানগর সাকিনস্থ গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর সামনে রুপসী হতে মুড়াপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার এবং নগদ টাকাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীদের’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ মিয়া (২৩), পিতা-ইয়াকুব আলী, সাং-মুড়াপাড়া, ২। তরিকুল ইসলাম (২৫), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-রুপসী, ৩। মোঃ মামুন মিয়া (২৪), পিতা-মোঃ আরজু মিয়া, সাং-মাছিমপুর, সর্বথানা-রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি প্রাইভেটকার, মাদক বিক্রয়ের নগদ ৩,০০০/-টাকা, ০৫টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‌্যাব-১১ এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা