গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্যোগে কর্মসংস্থান টুলস বিতরণ (৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ব্যাচ) উপলক্ষে আইএলও স্কীলস-২১ প্রকল্পের অর্থায়নে গতকাল রোববার নিজস্ব সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুর রহিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক, কোরিয়ান মিনসু সং, হান্না কেম, প্রশিক্ষণার্থী রিজু মিয়া, সুজন মিয়া, সুফিয়ার রহমান, রেখা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, প্লামবিং, ইলেকট্রিক্যাল, আরএফই, ওয়েলডিং, গার্মেন্টস, গ্রাফিক্স ডিজাইনসহ ৬টি ট্রেডে ৪ মাসব্যাপি ৮২ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, ওয়েলডিং মেশিন ও অন্যান্য হ্যান্ড টুলস বিতরণ করা হয়।