গাইবান্ধা প্রতিনিধি :বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ। সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়।
পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রমতোষ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন সরকার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর এমএম শামীম, গাইবান্ধা আদর্শ কলেজের গভর্ণিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মাইনুল ইসলাম শিল্পু, পৌর মেয়র মো. মতলুবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াশিকার মো. ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আ’লীগ নেতা ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, নাজিউর রহমান নাফিজ, বুলবুল আহমেদ প্রমুখ।