April 18, 2024, 8:21 pm

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

মতলব উত্তর প্রতিনিধি:-চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ২০২৩ অত্যান্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে প্রেসক্লাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের নবগঠিত সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ইউএনও আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, গুলশান থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট শিল্পপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাছির উদ্দিন মিয়া, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, দৈনিক বাংলাদেশের আলো প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুল ইসলাম খান বাবু, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া, সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি।
সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, কোষাধ্যক্ষ বাবুল মুফতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম পারভেজ পাটোয়ারী, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, মমিনুল ইসলাম প্রমুখ।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য শাহআলম সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, অ্যাড. লিয়াকত আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, সাংবাদিক হলেন সমাজের দর্শণ। সাংবাদিকদের মেধা ও কলমের কালী কাজে লাগিয়ে জাতিকে আরো এগিয়ে নিতে হবে। সেই সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছেন তা জনগণের কাছে পরিস্কার। আগামী দিনে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে। দেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
উদ্বোধকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, সাংবাদিকদের কাছে জাতি সবসময় ভালো কিছু আশা করে। তাই স্বপক্ষে থেকে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষের মাঝে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই উন্নয়নকে আরো বেগবান করতে আগামী দিনে জনগণ আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে বলে আমি বিশ্বাস করি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা