April 24, 2024, 3:34 pm

বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের মূলহোতাসহ ০৮ জন গ্রেফতার ॥

প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাব-১১, সদর কোম্পানী আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গত ১২ জানুয়ারী ২০২৩ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা সাকিনস্থ মোজাম্মেল পার্কের ভিতর পরিত্যাক্ত ঘরের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ০৮ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার আসামী ১। মোঃ সুজন মিয়া (২৫), পিতা-শুকুর আলী, মাতা-রুবি, সাং-মান্দারপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ আব্দুল হাই (৩৫), পিতা-মোঃ আব্দুল সালেক, মাতা-মোছাঃ নুর জাহান, সাং-মান্দারপাড়া, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ আওলাদ হোসেন (২৫), পিতা-মোঃ হোসেন, মাতা-মালেকা, সাং-বারইপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ ইমরান @ ইমন (২২), পিতা-মোঃ সজল, মাতা-মোছাঃ রিনা, সাং-চেংগাকান্দি, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ আল আমিন (২৪), পিতা-মোঃ জামান, মাতা-মোছাঃ মিনা, সাং-মসলন্দপুর, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ নুর ইসলাম (৩৮), পিতা-মোঃ ওসমান গণি, মাতা-রোকেয়া, সাং-বিষনন্দি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। মোঃ বকুল (৩২), পিতা-মোঃ খাদেম আলী, মাতা-মৃত পেয়ারা বেগম, সাং-মসলন্দপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৮। মোঃ ফয়সাল (২০), পিতা-মোঃ তাজ উদ্দিন, মাতা-মোছাঃ ফজিলা, সাং-চেংগাকান্দি, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি রামদা, ০৩টি হাসুয়া, ০১টি ছোড়া, ০১টি শাবল, ০২টি জি আই পাইপ, নগদ ৫,৯২০/-টাকা, ০৭টি মোবাইল, ১০টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগজ্ঞের আড়াইহাজার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা