স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী’র অংশ হিসেবে ৩ দফায় শীতার্তদের জন্য দুই হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলো খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
১১ জানুয়ারি বুধবার বিকাল চারটায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর জামতলাস্থ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি, রবিবার উত্তরবঙ্গের রংপুর ও সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের জন্য ১০৬০ (এক হাজার ষাটটি) কম্বল প্রেরণ করা হয়েছে। সেখানে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মাধ্যমে সেগুলো বিতরণ করা হয়।
মানবিক সহায়তা বিতরণের সময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই মানবিক বিপর্যয়ে দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।