প্রেস রিলিজ: র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ সদর এবং সিপিসি-২, কুমিল্লার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ জানুয়ারী ২০২৩ খ্রিষ্টাব্দ বিকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৪০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৪২), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- রামপুর, থানা- লালমাই, জেলা- কুমিল্লা’কে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২১-১০৪১ প্রাইভেটকারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ আলম (৪২) পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১,এএসপি সহকারী পরিচালক
মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।