প্রেস বিজ্ঞপ্তি :র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৬/১২/২০২২ইং তারিখ বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী ১। মোঃ আবির হাসান (১৯), পিতা- মোঃ দুলাল ভূইয়া, সাং- পেরাব, ০২ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ অপু মোল্লা (২২), পিতা- জহিরুল মোল্লা, সাং- পেরাব, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। রাফিউল ইসলাম দিপ্ত (১৯), পিতা- আবু হানিফ মোল্লা, সাং- পেরাব, ০২ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ রাহাত হাসান মেহেদী (১৯), পিতা- আব্দুর রহমান, সাং- ভরৎ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জদের’কে গ্রেফতার ও ভিকটিম মোঃ আল আমিন (৩৫), পিতা- তোফাজ্জল হোসেন, সাং- মুগরাকুল, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ঘটনার ভিকটিম একজন মুদি দোকান ব্যবসায়ী। সে ঘটনাস্থলে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামীসহ আরো ৮/৯ জন আসামী হাতে দেশীয় অস্ত্রসহ সহ অতর্কিতভাবে হামলা করে ভিকটিমকে গুরুতর নীলা ফুলা জখম করে। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ ২১০০০/- (একুশ) হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর ১০,০০০০০/- মুক্তিপণ দাবি করে, এবং নগদ ১,০০০০০/- (এক লক্ষ) মুক্তিপণ আদায় করে। অতঃপর মুক্তিপণের অবশিষ্ট ৯,০০০০০/- (নয় লক্ষ) আদায়ের লক্ষ্যে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে সময় সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় র্যাব-১১ এর সদর কোম্পানীর, আদমজিনগর, নারায়ণগঞ্জ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ০৪ (চার)জন আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০৪টি ছোড়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।