September 11, 2024, 7:31 pm

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর ৪ সদস্য গ্রেফতার।

প্রেস রিলিজ :গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল অদ্য ২৩ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের চিটাগাং রোড নামক স্থানে সিদ্ধিরগঞ্জগামী অটো রিক্সা স্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর প্রধান ১। মোঃ শাহ হানিফ ওরফে শানিফ ওরফে জামাই (৩০), পিতা-মোঃ আঃ মালেক, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-কান্দাপাড়া, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, এ/পি-সাং-নিমাইকাসারি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২।মোঃ রাসেল (৩০), পিতা-তজু বাহার, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-নিমাইকাসারি (সুন্দর আলীর বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩।মোঃ সাকিব (২০), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-মোছাঃ রাজু বেগম, সাং-শ্রীপুর, ০৪ নং ওয়ার্ড, পোঃ-গৌরিপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা, এ/পি-সাং-কান্দাপাড়া (বরিশাইল্যার বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪।মোঃ রুবেল (১৯), পিতা-মোঃ ইসমাইল হোসেন, মাতা-কাজলী বেগম, সাং-মনিনগর, ০৩ নং ওয়ার্ড, পোঃ- কবিরহাট, থানা- বসুরহাট, জেলা- নোয়াখালী, এ/পি- সাং- নিমাইকাশারী (কালা হাজীর বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দের দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ০৪ টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের চিটাগাং রোড নামক স্থানে সিদ্ধিরগঞ্জগামী অটো রিক্সা স্ট্যান্ডে চাকু, সহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। হাল আমলে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব ১১, সদর কোম্পানী এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‌্যাব-১১,এএসপি
সহকারী পরিচালক
মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু
স্বাক্ষরিত..এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা