শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা তথ্য অফিস এর ব্যবস্থাপনায় গুজব প্রতিরোধ করুন, মাদক ও বাল্যবিবাহকে না বলুন”এই শ্লোগানকে সামনে রেখে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ২০২২-২৩ অর্থবছরে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রায়হান আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমূখ।
সমাবেশে সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।