September 10, 2024, 2:14 pm

মেঘনা ফ্রেস গেস্ট হাউস এর নামে দেহ ব্যবসা।

সোনারগাঁ প্রতিনিধি: মেঘনা ফ্রেস গেস্ট হাউস এর নামে অনৈতিক কার্যকালাপের অভিযোগ উঠেছে মেঘনা ফ্রেস গেস্ট হাউসের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি প্রশাসনকে ম্যানেজ করে। চলছে দেহ ব্যবসা। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করার অভিযোগ রয়েছে হোটেল কতৃপক্ষের বিরুদ্ধে।
জানাযায়, সোনারগাঁয় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় মোল্লা প্লাজায় অবস্থিত মেঘনা ফ্রেস গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এসমন অভিযোগ স্থানীদের।

স্থানীয় সূত্রে জানা যায় এই গেস্ট হাউসটি সাবেক মীম বোডিং এর পতিতা ব্যবসা করতো বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ ও স্থানীয়দের অভিযোগে পূর্বে কয়েক দফা অভিযান করে পুলিশ। সূত্রমতে, হোটেলটির দেহ ব্যবসা চলে এমন অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও খদ্দেরসহ কয়েক জনকে আটক করে। এ ঘটনায় বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সেখানে শুরু হয় অনৈতিক কার্যকলাপ।

জানাযায় ভবন মালিক তাজু মোল্লার ছেলে সোয়েব মোল্লা।বাপ ছেলে মিলে বেশি টাকার লোবে সাবেক মীম বোডিং এর মালিকদের তারিয়ে দিয়ে জয় নামের একজনকে ভবনটি ভাড়া দেয়। সেখানে মেঘনা ফ্রেস গেস্ট হাউসের অন্তরালে চলছে অনৈতিক কার্যকলাপ এমন অভিযোগ স্থানীয়দের । তাড়া জানান এলকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ও যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। গেস্ট হাউজের অন্তরে চলে নারী পতিতা জুয়া মাদক। যার প্রমাণ পূর্বের মিম বোর্ডিং এ নারী মাদকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে জানার জন্য ভবন মালিক শোয়েব মোল্লার ফোনে একাধিকবার ফোন দিল ও তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ (ওসি) বলেন, অসামিক কার্যকলাপের বিষয়ে আগেও কয়েক জন সাংবাদিক ফোন দিয়েছে আমি পুলিশ পাঠিয়ে ছিলাম ভিতরে কাউকে পাওয়া যায়নি। সঠিক কোন তথ্য থাকলে জানাবেন ব্যবস্থা নেব।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা