September 19, 2024, 6:45 am

কেশবপুর থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ গ্রেফতার ৮

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামিসহ ৭জন এবং থানার নিয়মিত মারামারি মামলার ১ আসামিকে গ্রেফতার করেছে। রবিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, অনিমেষ বিশ্বাস, জয় ব্যনার্জী, গোরাচাঁদ দাস, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, নজরুল ইসলাম, আবুল বাশার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার আড়ুয়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (৩৮), ওয়ারেন্টভুক্ত একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইব্রাহীম হোসেন (৫২), ইব্রাহীম হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৩), হাড়িয়াঘোপ গ্রামের মৃত হায়দার আলী মোল্লার ছেলে হাদিউজ্জামান বাবু (৪২), রাজনগর বাকাবর্শী রউফ সরদারের আঃ কুদ্দুস সরদার (৫০), তার স্ত্রী বিলকিস আক্তার (৪২) ও সন্যাসগাছা গ্রামের বিল্লাল সরদারের ছেলে বাচ্চু সরদার (৩৫) কে গ্রেফতার করে।
অপরদিকে থানার উপ-পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে থানার নিয়মিত মারামারি মামলায় উপজেলার ব্রহ্মকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (৩০) কে গ্রেফতার করে। থানার মামলা নং-৭।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৭জন এবং থানার নিয়মিত মারামারি মামলায় ১জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা