শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে ৭ ডিসেম্বর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর (বুধবার) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেশবপুর উপজেলা কমান্ড কাউন্সিল এর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন এবং মুক্তিযুদ্ধের সৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেশবপুর উপজেলা কমান্ড কাউন্সিল এর সভাপতি প্রভাষক কাজী মোজাহীদুল ইসলাম পান্নার সঞ্চালনায় মুক্তিযুদ্ধের সৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান এ্যাডভোকেট মিলন মিত্র।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ, মুক্তিযোদ্ধার সন্তান ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ফজলুর রহমান, আমজাদ হোসেন, সামছুর রহমান, পরিতোষ দত্ত, শৈলেন্দ্র নাথ রায়, রশিদুল হক, আব্দুর রহমান ঢালী, আব্দুস ছাত্তার দফাদার, শাহাবুদ্দিন সরদার, আমীর আলী খাঁ, নিমাই দেবনাথ, লিয়াকত আলী শেখ, নুরুল ইসলাম, আবদুল্লাহ সিদ্দিকী, আদিত্য কুমার দত্ত, মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান, রবিউল ইসলাম, আব্দুস সবুর, এস এম রবিউল ইসলাম রয়েলসহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।